কালাইয়ে বিষ ছিটিয়ে ৫ বিঘা জমির কৃষকের ধান গাছ নষ্ট

মোঃ মোকাররম হোসাইন, কালাই জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে কালাই উপজেলার বানিহাড়া গ্রামের কৃষক আফতাব আলী পূর্ব শক্রতার জেরে ধরে জমিতে আগাছা নাশক কীটনাশক ছিটিয়ে জমির  রোপনকৃত ইরি ধানের গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(১৯মার্চ)দিবাগত রাতে আগাছা নাশক কীটনাশক ছিটিয়ে সবুজ ধান গাছে স্প্রে করা হয়। তার একদিন পরই গাছগুলো হলুদ রূপ ধারণ করে।উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে উভয় পক্ষের মধ্যে জমি দখল নিয়ে মারপিটের ঘটনাও ঘটেছে।এ বিষয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে।কয়েকদিন আগে পাকা সরিষা ফসল কাটতে না পেরে এ ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আফতাব আলী বলেন, একই গ্রামের আবু তাহের,আতাউর রহমান,ফারুক হোসেন,কামরুল ইসলাম ও আবু বক্করের নাম উল্লেখ করে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেন।
সরেজমিনে  বানিহারা মাঠে গিয়ে দেখা যায়, সবুজ ধান গাছে আচ্ছাদিত পুরো মাঠ। এরই মধ্যে বৃদ্ধ আফতাব আলীর প্রায় ৫ বিঘা জমির ধান গাছে হলুদ বর্ণের শুকনো পাতা। মনে হচ্ছে, পঁচানি রোগে গাছগুলো মারা গেছে। অথচ তাতে কেবল আগাছা নাশক কীটনাশক স্প্রে করা হয়।এতে করে সবুজ ধান গাছ নষ্ট হয়ে শুকিয়ে গেছে।
জমির আইলে কথা হয় বৃদ্ধ আফতাব আলীর সঙ্গে। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে প্রতিপক্ষ আবু তাহেরসহ তার লোকজন এই জমিতে পাকা সরিষা কাটতে বাঁধা দিয়েছিল। থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনি সরিষা ক্ষেত কেটে নিয়ে সেই জমিতে ইরি ধানের চারা রোপন করেছেন। ওই আক্রোশে তারা আজ এই জমির ইরি ধানের গাছে আগাছা নাশক কীটনাশক  ছিটিয়ে গাছগুলো নষ্ট করেছে।
এই জমি তাদের হলে আদালত রয়েছে। তারা জমি নিয়ে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। আদালত যে রায় দেবেন তা আমি মেনে নেব। আমার ধান গাছ নষ্টের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও থানায় লিখিত অভিযোগ করেছি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
বানিহারা গ্রামের বাসিন্দা আজমল হোসেন বলেন, আফতাব আলী দীর্ঘদিন ধরে এই জমিগুলোতে চাষাবাদ করছে। ৩/৪ মাস থেকে আবু তাহের ও তার ভাইয়েরা জমিগুলো তাদের বলে দাবি করছে। তারাই ধান ক্ষেতে আগাছা নাশক কীটনাশক ছিটিয়ে গাছগুলো নষ্ট করেছে।
স্থানীয় ইউপি সদস্য সবুজ হোসেন বলেন, দলিল অনুসারে জমির মালিক আফতাব আলী। কেন যে তারা এ জমি নিজেদের দাবি করছে তা বুঝা যাচ্ছে না। আসলে গায়ের জোরে সবকিছু হয় না। তারা যা করছে তা আফতাব আলীর সঙ্গে অন্যায় করছে।
ধান গাছে কীটনাশক প্রয়োগের অভিযোগ অস্বীকার করে আবু তাহের বলেন, আমাদের জমি আফতাব আলী জোর করে নিজ নামে খতিয়ানভুক্ত করেছে। খতিয়ান সংশোধনের মামলা করেছি। দ্বন্দ্ব আছে, দোষ দিতেই পারে ।তাই বলে তো ফসল নষ্ট করতে পারি না।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি বলেন, ধান গাছ নষ্টের বিষয়ে অভিযোগ পেয়েছি। ক্ষেত পরিদর্শনও করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.