কালাইয়ে ভ্রাম্যমান আদালতে পাঁচ ফার্মেসি মালিকের জরিমানা 

মোঃ মোকাররম হোসাইন    জয়পুরহাট জেলা  প্রতিনিধি : ১০\৫\২৩ জয়পুরহাটের কালাইয়ে মেয়াদউত্তীর্ণ,রেজিষ্ট্রেশনবিহীন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ টি ফার্মেসীকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে ।  মঙ্গলবার  (০৯ মে)  সন্ধ্যায় উপজেলার সদরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি  ।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: মোকছেদুল আমিন। তিনি বলেন, ঔষধ প্রশাসনের পক্ষথেকে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। জনস্বার্থে অনিয়ম, নকল ও ভেজাল ঔষধ নিরসনে মাঠ পর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদার করা হবে।
কালাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট  এর মাধ্যমে ৫ টি ফার্মেসীকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published.