কেশবপুর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার

শামীম আখতার (খুলনা) যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার কেশবপুর থানা পরিদর্শন করেছেন।সোমবার (২২ এপ্রিল) দুপুরে থানার ব্যারাক, ডিউটি অফিসারের কক্ষ, অস্ত্রাগার, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কসহ বিভিন্ন শেরেস্তা সরেজমিনে পুলিশ সুপার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে থানায় কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যের উদ্দেশ্যে পুলিশ সুপার দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রদান করেন। তিনি বলেন, সবসময় থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণ করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে এবং নিজেরাও এর থেকে দুরে থাকতে হবে। ডিসিপ্লিন মেনে চলতে হবে এবং স্মার্ট পুলিশ গঠনে নিজেদের আরো বেশি দক্ষ ও চৌকস হতে হবে।

এর আগে থানায় আগমনের সাথে সাথেই পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) কাজী দাউদ হোসেন।

পরে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জাহিদুল ইসলাম সোহাগ, ডিআইও-১ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published.