কেশবপুরে কাস্তা আল আরাফাহ মাদ্রাসার মক্তবের ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ যশোরের কেশবপুর উপজেলার কাস্তা আল আরাফাহ মাদ্রাসার মক্তবে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়তে আসার আগ্রহ বাড়াতে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে অনুসন্ধান প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আব্দুস সামাদের অর্থায়নে মক্তবের ১৮ জন শিক্ষার্থীর মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কাস্তা আল আরাফাহ মাদ্রাসার জমিদাতা মাওলানা আব্দুস সাত্তার, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও বাংলাদেশ ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাজী আব্দুল মান্নান, মাদ্রাসার শিক্ষক ক্বারী ইব্রাহিম হোসেন, সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসানসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

পৌষের এই প্রচন্ড শীতের সকালে শিক্ষার্থীরা কম্বল পেয়ে বেশ খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.