শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ কেশবপুরে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিবাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী তরুণ তরুণীদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে কেশবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তারা অনৈতিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ, জুলাই-২০২৪ বিপ্লব, পরিস্কার পরিছন্নতা, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূর্বীকরণ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মোঃ নুরুল ইসলাম, প্রভাষক হাফেজ মোঃ মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকসহ শিক্ষার্থীবৃন্দ।