কেশবপুরে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) কেশবপুরে শান্তি ও স্থিতিশীলতার জন্য সম্প্রতি সমাজের মানুষের মাঝে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিএফজি এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS) প্রকল্পের অধীনে পৌরশহরের গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা সভাপতিত্ব করেন।

পিএফজির সমন্বয়কারী মুনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান।

 

সভায় পিএফজি সমন্বয়কারী ও মাঠ সমন্বয়কারী চলতি বছরের গত জুলাই থেকে সেপ্টেম্বর (ত্রৈমাসিক) অগ্রগতি তুলে ধরেন এবং আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত (ত্রৈমাসিক) পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে সম্প্রীতি স্থাপনে সকল সদস্যরা তাদের অর্জিত কার্যক্রম তুলে ধরেন। তারই পাশাপাশি রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে আগামীতে সম্মিলিতভাবে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে কাজ করবেন বলে মত প্রকাশ করেন। শুধু তাই নয়! আগামীতে পিএফজি’র উদ্যোগে

আন্তর্জাতিক অহিংস দিবস পালন, ইয়ুথ গ্রুপের তরুণ নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, উঠান বৈঠক ও ইউনিয়ন ভিত্তিক জনসচেতনতামূলক সভার মাধ্যমে সম্প্রীতির কেশবপুর উপজেলা গড়ে তোলার অঙ্গিকার করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন, পিস এ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভীন, সহ-সমন্বয়কারী সাংবাদিক মোতাহার হোসাইন, সাংবাদিক শামীম আখতার মুকুল, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: মোসলেম উদ্দীন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির নেতা কবরী বেগম, ইউপি সদস্য শাহানাজ পারভীন, উজ্জ্বল দাশসহ রাজনৈতিক, সামাজিক, ইয়ুথ গ্রুপের সদস্যগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। 

Leave a Reply

Your email address will not be published.