ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) ঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান কে নিয়োগ প্রদান করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫ এর ১৩(১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ০৫টি শর্তসাপেক্ষে অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান কে এ নিয়োগ প্রদান করা হয়। শর্তগুলো হলো: (১) ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে; (২) উপর্যুক্ত পদে তিনি তাঁর পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন; (৩) তিনি বিধি অনুযায়ী তদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; (৪) তিনি বিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং (৫) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়।