সারমিন সুলতানা প্রতিবেদকঃ গাইবান্ধায় ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষকআলোচনা সভা করেছে গাইবান্ধা জেলা হেযবুততওহীদ। মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) ১০টায়গাইবান্ধা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামেদিনব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেযবুততওহীদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদহাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনহেযবুত তওহীদের আন্তর্জাতিক প্রচার বিষয়কসম্পাদক ও প্রধান মুখপাত্র মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মশিউর রহমান বলেন, “রাষ্ট্র সংস্কারের নামে দেশে যা চলছে সেই সংস্কারদিয়ে রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেনা। গণতান্ত্রিক ধাপ্পাবাজির মধ্য থেকে কোনসংস্কারই বাস্তব সংকটের সমাধান হতে পারে না।তাই তিনি রাষ্ট্র সংস্কারে হেযবুত তাওহীদের ইমামহোসেইন মোহাম্মদ সেলিমের প্রস্তাবনাকে বিবেচনারজন্য সরকারের প্রতি আহ্বান জানান।”
তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের আগে আমূল পরিবর্তনকরতে হবে। চলমান সিস্টেমকে পাল্টাতে হবে।কেননা প্রচলিত রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে দেশের প্রকৃতশান্তি ও স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। হেযবুততওহীদ সমাজকে মানবসৃষ্ট সীমাবদ্ধ জীবনব্যবস্থারপরিবর্তে আল্লাহর জীবনব্যবস্থা গ্রহণের আহ্বানজানাচ্ছে।”
বর্তমান সময়ে সমাজে ক্রমবর্ধমান অন্যায়, দুর্নীতিএবং সামাজিক বিশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, “এখন সময় এসেছে এই ঔপনিবেশিক বিধানপরিত্যাগ করে আল্লাহর দেওয়া সত্যদীনকে জাতীয়জীবনে প্রতিষ্ঠিত করার। হেযবুত তওহীদ মনে করে, এই পথে চললেই দেশের সামাজিক এবং নৈতিকসংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব।”
মশিউর রহমান অভিযোগ করেন, “একটি উগ্রবাদীগোষ্ঠী হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধেঅপপ্রচার ও হামলার হুমকি দিয়ে আসছে। তবুও, মানবতার কল্যাণে আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যেহেযবুত তওহীদ তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”তিনি রাষ্ট্র সংস্কারে সকল নাগরিক, সরকার, সুশীলসমাজ, শিক্ষাবিদ, এবং গণমাধ্যম কর্মীদের হেযবুততওহীদের মাননীয় এমামের প্রস্তাবনা বিবেচনা করারআহ্বান জানান এবং আল্লাহর দেওয়া জীবনব্যবস্থারপ্রতি সবার সমর্থন কামনা করেন।
হেযবুত তওহীদের সদস্য মো. তাজুল ইসলামেরসঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত থেকেবক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সভাপতি আব্দুলকুদ্দুস শামীম, রাজশাহী বিভাগীয় সভাপতিআশেক মাহমুদ, রংপুর জেলা শাখার সভাপতিআবুল কালাম আজাদ রুবেল, সাধারণ সম্পাদকমো. আমিরুল ইসলাম, গাইবান্ধা জেলা শাখারসাধারণ সম্পাদক সোহরাব হোসেন শিরল, ফুলছড়িউপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র সদস্য আক্তার হোসেন খান ওপেল প্রমুখ।