ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। 

শ্রী  মিশুক চন্দ্র ভুঁইয়া নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী জেলা  গলাচিপা উপজেলা চর বিশ্বাস ইউনিয়ন  ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের হত্যা।গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর আগস্তির বাসিন্দা মোঃ চন্দন প্যাদার বড় ছেলে মোঃ বাবুলকে পারিবারিক জায়গা জমি নিয়ে শত্রুতার কারনে ১৬ই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ঃ৩০ মিনিটে পি /টি /য়ে মা-র-লো মেঝ ভাই আল-আমীন প্যাদা ও ছোট ভাই জাফার প্যাদা।

স্থানীয় সূত্রে জানা যায় তাদের মধ্যে অনেক দিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। আজ সকালে বাড়িতে মাটি কাটার জন্য যায় ঘটনায় নিহত বাবুল প্যাদা, এসময় মাটি কাটায় বাঁধা দেয় তার ছোট দুই ভাই আল-আমীন ও জাফর প্যাদা। তাদের মধ্যে এ নিয়ে দীর্ঘ সময় কথা কাটা-কাটি হয়। এ ঘটনা মেম্বারকে অবগত করলে মেম্বার তাৎক্ষণিক ভাবে সেখানে গ্রাম্য পুলিশ পাঠায় কিন্তু তারা গ্রাম্য পুলিশকে উপেক্ষা করে কথা কাটাকাটি বহাল রাখে এবং গ্রাম্য পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে সং/ ঘ/ র্ষে জড়িয়ে পরে। দুই গ্রুপ একে অপরের উপরে আ/ ক্র/মণ করে বলে জানায় স্থানীয়রা, সং/ ঘ/ র্ষের এক পর্যায়ে বাবুল মিয়ার মাথায় ভারী লাঠি দিয়ে আ/ঘা/ ত করে মেঝ ভাই আল-আমীন। সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরেন মোঃ বাবুল প্যাদা , তৎক্ষণাৎ তার আত্মীয় স্বজনরা চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

ভিক্টিমের এক স্বজন জানায় যে গলাচিপা থানায় এ নিয়ে একটি মামলা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত আল-আমীন প্যাদা ও জাফর প্যাদা সহ যারা আছেন সকলের কঠিন শাস্তির দাবি করেন নিহতের স্বজনরা।শালিসে বসা অবস্থায় তাকে মোঃ বাবুল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

জানা যায়,  ইউনিয়নের ৮নং ওয়ার্ড  কয়েকজন যুবক বুধবার দুপুরে কে মারধর করে।

এবিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় আপোষ মিমাংসা করার জন্য  এর বাসায় যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে বিচার মানা হয়। সে বিচার অমান্য করে পরবর্তীতে তাকে মারধর করা হয়।  স্থানীয়রা উদ্ধার করে  জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দুপুরের  দিকে মৃত্যুবরণ করেন। এঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।কাজলের মেম্বার  সদর ইউনিয়নের  এলাকার ছেলে।  বিষয় নিয়ে শালিস হওয়ার কথা হচ্ছিল।  এঘটনায় আটক করা হয়েছে। এখন পরিস্থিতি  নিয়ন্ত্রণেবিষয়টি স্থানীয় থানায় জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃত্যু হয়েছে। মরা দেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এবিষয়ে গলাচিপা থানার (ওসি) তদন্ত অফিসার ইনচার্জ শ্রী ঃ শোনিত গাইন সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে লাশের রিপোর্ট তৈরী করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.