জয়পুরহাটে কালাইয়ে নানা আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ পালিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী কালাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালাই উপজেলা চত্বরে এসে শেষ হয়।

কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর এর বাস্তবায়নে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জান্নাত আরা তিথীর সভাপতিত্বে ও উপজেলার মৎস সহকারী কর্মকর্তা আনোয়ার আলীর পরিচালনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান (মিলন)।

আরো উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস,কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা (কাজল),

কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার,জেলা পরিষদের সদস্য মিসেস রত্না রশিদ প্রমুখ।এসময় চারজন মৎস চাষীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.