জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: ‘বিজ্ঞান নিয়ে পড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটে তিন দিনব্যাপী শুরু হয়েছে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি চত্বরে এ মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর সদস্য ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেন।

আয়োজকরা জানান, এবার মেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪০ জন শিক্ষার্থী ১২০টি গবেষণা প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এবং বাংলাদেশ ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) যৌথভাবে এর আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published.