জয়পুরহাটের প্রাথমিক পাঠদান বন্ধ খোলা মাধ্যমিক বিদ্যালয়

মো: মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ শৈত্যপ্রবাহে জয়পুরহাটের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের গুলোর পাঠদান বন্ধ থাকলেও  আজ রোববার  মাধ্যমিক বিদ্যালয় গুলি খোলা হয়েছে। এদিকে  আরও একদিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান।
এর আগে, নওঁগা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জয়পুরহাটের তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামায় জেলার  গত ২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৩৭১ টি সরকারি প্রাথমিক ও ২৬৮ টি মাধ্যমিকের সকল বিদ্যালয় বন্ধ ছিল। এ ছাড়াও ছিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
সংশ্লিষ্টরা জানান, শনিবার জয়পুরহাটের পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রোববারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। এ অবস্থায় রোববার জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বলেন, শনিবারের আবহাওয়া ৭ দশমিক ৬ ডিগ্রি ছিল। এ জন্য কোমলমতি শিশুদের কথা ভেবে আরও একদিন রোববার জেলার  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মন্ডল জানান, জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে টানা পাঁচ দিন বন্ধ ও সাপ্তাহিক দুদিন ছুটি শেষে আজ থেকে শিক্ষার্থীদের যথারীতি ক্লাস চলবে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন বলেন, আজ বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বদলগাছী ও জয়পুরহাট খুবই কাছাকাছি হওয়ায় এখানকার রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published.