জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসে কিশোর কিশোরীদের সচেতনতায় লিডার্স

তমালিক মল্লিকঃ  বর্তমান দশকে সাগর পৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে যারঅন্যতম ভুক্তভোগী বাংলাদেশের উপকূলের নিরীহ মানুষ প্রাণীকূল সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি উপকূলীয়এলাকায় লবণাক্ততা বাড়িয়ে দিচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে কৃষিকাজ, হুমকির মুখে নারী শিশু স্বাস্থ্য এছাড়াও বিভিন্ন প্রাকৃতিকবিপর্যয় মানুষের জীবনজীবিকা, খাদ্য, পানি এবং আশ্রয়েঅপূরণীয় সংকট তৈরি করেছে বাংলাদেশের দক্ষিণপশ্চিমউপকূলীয় অঞ্চলে এই সংকট আরও প্রকট নদী ভাঙ্গন, খরা, সাইক্লোন বা বন্যার মত মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ দরিদ্রপরিবারগুলোকে নিঃস্ব করে দিচ্ছে পরবর্তী প্রজন্মই জলবায়ুপরিবর্তনে মূল শিকার হতে যাচ্ছে তাই জলবায়ু পরিবর্তনরোধে তরুণদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছে লিডার্স

প্রকৃতি, পরিবেশ, জলবায়ু, জলবায়ু পরিবর্তন জলবায়ুপরিবর্তনের প্রভাব এবং তরুণদের ভূমিকা বিষয়ে নিয়মিতসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে লিডার্স আয়োজন করে থাকেজলবায়ু সংক্রান্ত আলোচনা সভার যেখানে অংশ নেন স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা সভায় বিস্তারিত আলোচনা হয়জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের প্রভাব এবংতরুণদের ভূমিকা করণীয় বিষয়ে পর্যায়ক্রমিক তিনটিসেশন পরিচালনার মাধ্যমে সমাপ্ত হয় একেকটি ব্যাচেরআলোচনা আলোচনা সভার পূর্ববর্তী এবং পরবর্তী যাচাইপরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ক ধারণানিরুপণ করে তাদেরকে পুরস্কার প্রদান এবং অংশগ্রহণকারীসকলকে সার্টিফিকেট প্রদান করা হয়

সম্প্রতি সমাপ্ত ব্যাচের সার্টিফিকেট পুরস্কার প্রদান অনুষ্ঠানেউপস্তিত ছিলেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহনকুমার মন্ডল, প্রধান হিসাবরক্ষক জনাব মোঃ রায়হান কবীর, প্রশাসনিক কর্মকর্তা জনাব জয়দেব কুমার জোদ্দার এবং জ্ঞান গবেষণা ব্যবস্থাপক ফারজানা ইসলাম

জনাব মোহন কুমার মন্ডল তার বক্তব্যে জানান, আবহাওয়া জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার শিকারআমরা উপকূলের মানুষ আমরা বড় বড় কলকারখানা করেপরিবেশের দূষণ ঘটাচ্ছি না, আমরা কার্বন দূষণের জন্যপ্রধান দায়ী নই তবুও আমরাই জলবায়ু পরিবর্তনে সবচেয়েবেশি ক্ষতিগ্রস্ত এই মুহুর্তে সবচেয়ে প্রয়োজন সচেতন হওয়া, সমস্যাগুলো চিহ্নিত করা এবং একযোগে কাজ করা আমিআশা করছি আলোচনা সভা থেকে অর্জিত জ্ঞান কাজেলাগিয়ে পরিবেশ রক্ষায় আপনারা অগ্রণী ভমিকা পালনকরবেন এটাই শেষ নয় বরং পরিবেশ নিয়ে চর্চার এই হোকনবযাত্রা

আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্য থেকে মহসীন ডিগ্রীকলেজের লোকনাথ মন্ডল জানান, আমি উপকলের বাসিন্দাএবং জলবায়ু পরিবর্তনের শিকার অথচ জলবায়ু বা এরপরিবর্তন বিষয়ে তেমন ধারণা রাখতাম না এখন আমিআগের তুলনায় সচেতন আমি এখন জানি জলবায়ুপরিবর্তনের নেতিবাচক ঝুঁকি কমাতে আমাদের তরুণদেরভূমিকা

সার্টিফিকেট পুরস্কার প্রদান, সমাপনী বক্তব্য এবংফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়

Leave a Reply

Your email address will not be published.