জামালপুরে পরিবেশ অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় ও হর্ণ জব্দ

আল আমিন হাসান, স্টাফ রিপোর্টার: জামালপুরে শব্দ দূষণ রোধে অদ্য ২৬ শে ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, জামালপুর এর যৌথ উদ্যোগে জামালপুর জেলার সদর উপজেলার কম্পপুর নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ০৪ টি ট্রাক চালককে মোট ৩,৫০০/-( তিন হাজার পাঁচ শত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও ৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

উক্ত মোবাইল কোর্ট এ নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন জামালপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রায়হান মাহমুদ ।

পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ হেদায়েতুল ইসলাম প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন ।

 

Leave a Reply

Your email address will not be published.