জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

মো : মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো: নূর ইসলাম বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক থাকা প্রয়োজন। বিচার নিষ্পত্তি বিচারকদের একার পক্ষে সম্ভব নয়। বার ও বেঞ্চ একটি এলাকার আইন বিচারের ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ আরও অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

এ সময় তিনি জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি’র নবনির্বাচিত ও অভিষিক্ত কমিটিকে অভিনন্দন জানান । গতকাল রবিবার বিকেলে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠানে জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো: নূর ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি’র সভাপতিত্বে সমিতির ৩য় তলা মিলনায়তন ভবনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩ সালের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বয়োজ্যেষ্ঠ্য সিনিয়র আইনজীবী এ্যাড. খাজা জহুরুল হক।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. শাহনুর রহমান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সাবেক এমপি ও হুইপ এ্যাড. এ ই এম খলিলুর রহমান, সরকারী কৌসুলী এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী (জিপি), সমিতির সাবেক সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুন, সিনিয়র এ্যাড. নন্দকিশোর আগরওয়াল (দুদক পিপি), সিনিয়র এ্যাড. তৈয়ব আলী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথিদ্বয় আইনজীবীদের বিভিন্ন সমস্যা ও গুরুত্বপূর্ণ উন্নয়নে আইনজীবী সমিতিকে সার্বিক সহযোগীতা করবেন মর্মে আশ^স্ত করেন।

নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী, যুগ্ম সাধারণ স¤পাদক এ্যাড. আলমগীর কবির, আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক এ্যাড. মামুনুর রশিদ, অর্থ সম্পাদক এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ, প্রচার ও গ্রন্থাগার স¤পাদক এ্যাড. রিনাত ফেরদৌসী রিনি, নিরীক্ষা স¤পাদক এ্যাড. আব্দুল মোমিন হামিদুল, সদস্য এ্যাড. কামরুল হাসান পলাশ, এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার ও এ্যাড. নুর ই আলম সিদ্দিকী কে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সমিতির সভাপতি ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারক বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.