জয়পুরহাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে ট্রাকে গাঁজা পাচারের সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব- ৫।
রবিবার(২২ ডিসেম্বর) দুপুরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫।
এর আগে সকালে জয়পুরহাট সদর উপজেলার শহরের বাটারমোড় এলাকায় অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের মিরেস্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে শিপন হোসেন (২৭) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা কান্দা এলাকার আব্দুল আলিম কারার ছেলে নাঈম কারারকে (২৬) গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটক শিপন মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান। সে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সহযোগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী এবং খুচরা বিক্রি করতেন।
রবিবার সকালে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে-এমন গোপন সংবাদের জেরে জয়পুরহাটের বাটারমোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব।
এ সময় একটি মিনিট্রাকে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় মাদক দ্রব্য  মামলায় দুই জনকে সোপর্দ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.