জয়পুরহাটে নজর কাড়ছে ৩২ মণ ওজনের লায়ন খুররুম

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যাপক গরু লালন-পালন করে থাকেন খামারীরা। এর মধ্যে অনেকে বড় বড় আকৃতির ষাঁড় ও পালন করেন। তেমনি প্রায় ৩২ মণ ওজনের এক ষাঁড় পালন করেছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পৌর এলাকার হাস্তাবসন্তপুর মহল্লার রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দীন চৌধুরী সিকান্দার ষাঁড়টি পালন করেছেন। ষাঁড়টি নাম দিয়েছেন লায়ন খুররুম। বর্তমানে বিক্রির জন্য দাম চাচ্ছেন ১৮ লাখ টাকা। বিশাল আকৃতির এই গরু নজর কাড়ছে জেলাজুড়ে।
 খামারী মালিক রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌঃ সিকান্দার বলেন,পাঁচ বছর ধরে লায়ন খুররুম নামের এই ষাঁড়কে লালন পালন করেছেন। বিশালদেহী ষাঁড়টি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ভীড় করছেন খামারীর বাড়ীতে।২০১৯ সালে ৮ ই জানুয়ারী আমার ফার্মে জন্ম ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি। বাছুরটি পছন্দ হওয়ায় তাকে আর বিক্রি না করে। লালন পালন করতে থাকি। এর উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য ৭ ফুট ৮ ইঞ্চি ও ওজন প্রায় ৩২ মণ। কালো আকাশি সাদা মেঘের মিশেল ষাঁড়টিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। সহজেই নজর কাড়ছে মানুষের।
তিনি আরো বলেন, প্রতিদিন তাকে খাওয়ানো হয় ভুষি, সুজি, ঘাস, খড়, গুড়া, আটা, খৈল, বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন দানাসহ বিভিন্ন দেশীয় খাবার। এতে খরচ হয় আমার প্রতিদিন ৭শত থেকে ৮ শত টাকার খাবার খায় এই ষাঁড়। এবার কোরবানীর ঈদের ষাঁড়টি বিক্রি জন্য প্রস্তুত করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বলেন, মূলত কোরবানীর ঈদকে কেন্দ্র করে এবং শখের বসে খামারীরা এ ধরণের ষাঁড় লালন-পালন করেন। তাঁর পালিত ষাঁড়টি বিশাল আকৃতির। লায়ন খুররুমকে প্রাণি সম্পদ দপ্তর থেকে দেখভাল ও নজরদারি করা হচ্ছে। উপজেলায় এবারের ঈদে ২৪ হাজার গরুর বিপরীতে ৩৫ হাজার প্রস্তুত আছে।

Leave a Reply

Your email address will not be published.