জয়পুরহাটে রাস্তা নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে রাস্তা মেরামতের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।আওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড় থেকে দরগাবাজার হয়ে পাঁচবিবির শেষ সীমানা পর্যন্ত প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫ মিটার রাস্তার কাজে এই অনিয়মের অভিযোগ ওঠে।
পাঁচবিবি উপজেলা প্রকৌশল অফিসসূত্রে জানা গেছে, রাস্তা মেরামতের কাজ করছে এসএম ট্রেডার্স  নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা যায়, রাস্তা মেরামতের কাজ চলমান, কিন্তু রাস্তার উভয় পাশের রেজি়ংয়ের ইট তুলে নতুন করে রেজিন দেওয়ার নিয়ম থাকলেও তা করা হচ্ছে না। আগের রেজিংয়ের ইটগুলোই বসানো হচ্ছে। এখানে আনা নতুন ইটগুলোও অত্যন্ত নিম্নমানের।।
স্থানীয় বাসিন্দা ময়নুল হোসেন ও মোশাররফ হোসেন বলেন,এতদিন পর পুনরায় আমাদের এলাকার সড়কের কাজ নতুন করে হওয়ায় আমরা খুঁশি। তবে রাস্তার কাজের শুরুতেই দুই নম্বর ও পুরনো ইট দিয়ে কাজ শুরু করেছে। পুরনো ইট দিলে রাস্তা টেকসই হবে না। কিছুদিন পর আবার তা আগের মতোই হয়ে যাবে। পুরোনো ইটের বিষয়ে ঠিকাদারের লোকজনদের আমরা বললেও শোনেননি বরং তারা মেম্বার-চেয়ারম্যানকে ডেকে আনতে বলেন।
ঠিকাদারের সহকারী বাবুল হোসেন বলেন, রাস্তার রেজিনের কাজে ব্যবহৃত পুরনো ইটগুলো সেলভেস হিসেবে বাজেটে ধরা হয়েছে। পুরাতনের মধ্যে যে ইটগুলো ভালো আছে সেগুলে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া পুরনো ইটগুলো রেজিনের কাজে ব্যবহার না করলে ওই ইটগুলো ভেঙে খোয়া করে তো রাস্তায়ই দিতাম। পুরনো ইটগুলো রেজিনের কাজে দেওয়া বা খোয়া করে দেওয়া একই কথা।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোঃ কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তায় ব্যবহৃত পুরোনো ইটগুলো অপসারণের জন্য ইতিমধ্যেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে। রাস্তা কার্পেটিংয়ের আগে সব ইট তুলে নেবে।

Leave a Reply

Your email address will not be published.