জয়পুরহাটে স্কুলছাত্র হত্যা মামলার পলাতক আসামী আটক

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে চঞ্চল্যকর স্কুল ছাত্র মোয়াজ্জেমকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি সুজন (৩৭) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় ।
এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে র‌্যাব-০৫ এবং র‌্যাব-১০। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বাইতুল হোসেন সুজন (৩৭), জয়পুরহাট সদর থানার দেবীপুর মন্ডলপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানাযায়, ২০০২ সালে ২৮ জুন জয়পুরহাট সদর এলাকার প্রামানিক পাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন কে তুলে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মৃত মোয়াজ্জেম এর পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানী শেষে  জয়পুরহাট জেলার অতিরিক্ত  দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ আব্বাস উদ্দিন অভিযুক্ত প্রত্যেক আসামীকে মৃত্যুদন্ডসহ ৫০ হাজার  টাকা করে জরিমানা প্রদান করেন।
জয়পুরহাট র‍্যাব-৫ জানায়, স্কুল ছাত্র মোয়াজ্জেম হত্যার ঘটনায় অভিযুক্ত সুজনকে অর্থসহ মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। কিন্তু তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫ এবং র‌্যাব-১০ আসামী সুজন কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে গত সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.