মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আসলাম সরদার(৫০ )নামে এক নিহত হয়েছে।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি ) সকালে আক্কেলপুর উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক হলেন আসলাম সরদার আক্কেলপুর উপজেলার শান্তা গ্রামের কফিল উদ্দিন সরদারের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসলাম সরদার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে আক্কেলপুর বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলা পরিষদের কেজি স্কুলের সামনে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অটোভ্যানটির ধাক্কা লেগে অটোভ্যান থেকে পড়ে যান আসলাম সরদার।এসময় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায় ।