টেকনাফে র‌্যাবের অভিযানে শিক্ষার্থী হত্যা মামলার আসামী গ্রেফতার

কে এম নুর মোহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে ২৪ ঘন্টার মধ্যেই কলেজ পড়ুয়া শিক্ষার্থী সালমান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফুলের ডেইল এলাকার মৃত পেটান আলীর ছেলে মোহাম্মদ আলম (২০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (৪ আগস্ট) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যেই হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী মোহাম্মদ আলম (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা মামলার সাথে জড়িত বলে জানা যায় এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ থানার মামলা নং-১২, তারিখ- ০৪/০৮/২০২৩, ১৮৬০ সনের পেনাল কোডের ৩০২ ধারায় মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.