থারক হেল্পিং হেন্ডস’র অর্থায়নে ২৫০ জন দরিদ্র নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি):পুরো বিশ্ব যখন করোনা মহামারিতে ঘরবন্দী অবস্থায় ছিল সেই সময়ের থারক হেল্পিং হেন্ডস ( ইউকে) অসহায়দের মাঝে বিভিন্ন অনুদান মাধ্যমে তাদের পাশে ছিলেন।
সিলেট বন্যায় বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুকনো খাবার,ঔষধ,ও আর্থিক অনুদান মাধ্যমে সংগঠনটি তার কাজ করেছে তারই ধারাবাহিকতায়
সিলেট জগন্নাথপুর পৌরএলাকায় থারক হেল্পিং হেন্ডস (ইউ-কের) এর উদ্যোগে দরিদ্রের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গত (২১ জানুয়ারি) শনিবার আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থারক হেল্পিং হেন্ডস এর সাধারণ সম্পাদক শিবলুর রহমানের তত্ত্বাবধানে ও জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধুসূদন ধরের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালের একদল চিকিৎসা পৌরএলাকার শেরপুর, যাত্রাপাশা ও খালিরনগর এলাকার ২৫০ জন দরিদ্র নারী পুরুষকে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জগলুর রহমানের সভাপতিত্বে ও থারক হেল্পিং হেন্ডস এর সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সিবলুর রহমানের পরিচালনায় একসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর,ব্যবসায়ী রজত গোপ, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা শিবলুর রহমান জানান, আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে জগন্নাথপুরতথা সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মানবতার কাজে কাজ করে আসছে। প্রাকৃতিক দুর্যোগকালিনসহ আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় এ জগন্নাথপুরের অসহায় দরিদ্র পরিবারের লোকজনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ঔষধ কেনার জন্য রোগিদের নগদ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.