নওগাঁর রাণীনগরে পরিত্যক্ত ঘর থেকে সরকারি চাল উদ্ধার

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী এক পরিত্যক্ত ঘর থেকে মহিলা অধিদপ্তরের ভিডব্লিউবি প্রকল্পের প্রায় ৪৫ বস্তা চাউল যার ওজন প্রায় ১৮৯০ কেজি জব্দ করে।

নিউজ টোয়েন্টি ওয়ান টিভি’র প্রতিনিধি অন্তর আহমেদ ও সহকর্মী সবুজ হুসাইনের খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাণীনগর উপস্থিত হয়ে ভ্রাম্যমান পরিচালনা করেন। উদ্ধারকৃত চালের মালিক না থাকায় পার্শ্ববর্তী তিনটি এতিমখানা মাদ্রাসায় ১৮৯০ কেজি চাল হস্তান্তর করেন।

ভ্রাম্যমান পরিচালনাকালীন সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, মহিলা বিষয়ক কর্মকর্তা, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসার হেলাল হোসেন, কাসিমপুর ইউনিয়ন পরিষদের সচিব খাইরুল ইসলাম সহ স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রানীনগর উপজেলার চকাদিন এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু তালেব বলেন, চাউল পেয়ে আমাদের খুব উপকার হলো। আমাদের প্রায় ৪০-৫০ জন এতিম বাচ্চা প্রতিদিন খাবার খায়। সাংবাদিকদের জন্যই আজকে আমরা এই চাউল পেলাম ধন্যবাদ সাংবাদিকদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন, আমরা খবর পেয়ে কাশিমপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এসে ইউনিয়ন পরিষদের পাশে একটি পরিত্যক্ত ঘরে ৪৫ বস্তা যা প্রায় ১৮৯০ কেজি জব্দ করি। মালিক না থাকায় আমরা তা পার্শ্ববর্তী তিনটি এতিমখানা মাদ্রাসায় হস্তান্তর করেছি।

Leave a Reply

Your email address will not be published.