নওগাঁর সাপাহার ও পোরশায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার ও পোরশায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালীতে যুক্ত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভুমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, নুরল হক মাষ্টার প্রমূখ।

এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অপরদিকে নওগাঁর পোরশায় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা নির্বাহী বর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে এ আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নিতপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল  ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন,নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইউনুস আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজাহারুল , জনস্বাস্থ্য কর্মকর্তারা মিলন কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্ত দার হোসেন সহ সাংবাদিক বৃন্দ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.