নওগাঁয় অটো-বাইক চালক হত্যা রহস্য উদর্ঘাটন, জড়ীত ৩ জনকে আটক করেছে পুলিশ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ টাকা লেনদেন কে কেন্দ্র করে অটো-বাইক চালক অতুল কুমার (৪০) কে জবাই করে হত্যা করা হয়। নওগাঁয় অটো-বাইক চালক হত্যা রহস্য উদর্ঘাটন পূর্বক হত্যাকান্ডে সরাসরি জড়ীত ২ জন সহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। পুলিশ সুপার বলেন, গত ২২ মে সকালে নওগাঁ জেলা শহরের বাইপাস এলাকার একটি ইটভাটা থেকে অতুল কুমার নামক এক অটো-বাইক চালকের মৃতদেহ উদ্ধার করা হয়।  ঐ ঘটনায় একই দিন নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলার পর হত্যা রহস্য উদর্ঘাটন সহ জড়ীতদের আইনের আওতায় আনতে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত কাজ শুরু করেন পুলিশ। পুলিশ তদন্তের এক পর্যায়ে হত্যা কান্ডের সাথে জড়ীত সন্দেহ নুরে ইসলাম নামে একজন কে আটক করেন।
আটকের পর নুরে ইসলাম পুলিশকে জানান, নিহত অতুল কুমার এর কাছ থেকে কিছু টাকা পেতেন তিনি। সেই টাকা আদায় করা জন্য কৌশলে নওগাঁ শহর থেকে আতুল কুমার এর অটো-বাইকে চড়ে বাইপাস এলাকায় আসেন তারা দু’জন। এরপর অতুল কুমার কে মদ পাণ করান নুরে ইসলাম ও তার সহযোগী। এক পর্যায়ে রাত ৯টার দিকে তার সহযোগী রাব্বি এর সহযোগিতায় অতুল কুমার কে ঘটনা স্থলে বটি দিয়ে জবাই করে হত্যা ও ক্ষত বিক্ষত করার পর অটো-বাইক থেকে ৫টি ব্যাটারি চুরি করে তা সেই বিক্রি করেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার আরো জানান, এঘটনায় সরাসরি হত্যা কান্ডের সাথে জড়িত নুরে ইসলাম ও রাব্বি সহ চোরাই ব্যাটারি ক্রয়ের অপরাধে আতিকুর নামে আরো একজন মোট ৩ জনকে গ্রেফতার ইতি মধ্যেই গ্রেফতার করেছে করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়। এভাবেই অটো-বাইক চালক কে জবাই করে হত্যাকান্ড রহস্য উদর্ঘাটন পূর্বক জড়ীতদের আটক করেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.