নওগাঁয় খাদ্যমন্ত্রীর আশ্বাসে সাংবাদিকদের মানববন্ধন স্থগিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁয় সাংবাদিকদের সাথে অসম্মানজনক আচরণ, সরকারি স্বার্থ ও উন্নয়ন কর্মকান্ডের সংবাদ প্রকাশে বিঘ্ন সৃষ্টি করা ও প্রকৃত মূল ধারার সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের প্রত্যাহার দাবিতে “সম্মিলিত সাংবাদিক সংগ্রাম কমিটি, নওগাঁ” আন্দোলনের আহবান করেন।
তারই ধারাবাহিকতায় বুধবার ৭জুন সকাল সাড়ে ৯ টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন পালনের নির্ধারিত দিন ছিলো। নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার উদ্ভূত পরিস্থিতি নিরসনের আশ্বাস প্রদান করায় মানববন্ধন কর্মসূচী স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ‘সম্মিলিত সাংবাদিক সংগ্রাম কমিটি নওগাঁর আহবায়ক কায়েস উদ্দিন বলেন, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ‘নওগাঁ জেলা প্রেস ক্লাবকে অবজ্ঞা করে সাংবাদিকদের সাথে অসম্মানজনক আচরণ করছেন। তার খামখেয়ালী আচরণে  সরকারি স্বার্থ ও উন্নয়ন কর্মকান্ডের সংবাদ প্রকাশে বিঘ্নিত হচ্ছে। এতে সরকার ও নওগাঁবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা প্রশাসক সাংবাদিকদের ক্ষতি সাধনের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় জেলার সকল সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলার একাধিক পেশাজীবী ও বিভিন্ন  সংগঠনের সাথেও তিনি এমন আচরণ করছেন। তার কর্মকান্ডে নওগাঁ জেলা বাসী ক্ষুব্ধ। সমন্বয়হীনতায় তিনি জেলা প্রশাসন চালাতে ব্যর্থ হয়েছেন। তাই তার (খালিদ মেহেদী হাসান) এর প্রত্যাহারে দাবীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হয়েছিল।
বুধবার সকাল সাড়ে ৮টায় খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উদ্ভূত পরিস্থিতি নিরসনের আশ্বাস প্রদান করায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েসন ও জেলার সকল উপজেলা পর্যায়ের সকল প্রেস ক্লাবের সভাপতি/সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকদের মতামতের ভিত্তিতে মানববন্ধন কর্মসূচী স্থগিত ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.