নওগাঁয় চালককে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই, মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় চালককে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই করার ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে বস্তা বন্দি অবস্থায় ঐ ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার পূর্বক সোমবার নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।

হত্যার শিকার চার্জার ভ্যান চালক আজিজুল হক (৪৯) নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা (হাজীপাড়া) গ্রামের মৃত পরশতুল্যা মণ্ডল এর ছেলে।

ভ্যান চালক আজিজুল হক এর স্ত্রী মোসাঃ বেবী বেগম জানান, তার স্বামী প্রতিদিনের ন্যায় গত শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে চার্জার ভ্যান নিয়ে বের হন। ঐ দিন সন্ধ্যার পরেও সে বাড়িতে না ফেরায় তার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গাঁয় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান তার ছেলে থানায় ঘটনাটি জানাতে গিয়ে মৃত্যুর খবর পান।

নিহত চার্জার ভ্যান চালকের ছেলে বেলাল হোসেন জানান, বাবা নিখোঁজ এর ঘটনায় রবিবার রাত সারে ৯টারদিকে আমি মান্দা থানায় হাজির হয়ে বাবা নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি লিখে নিচ্ছিলাম। লেখা শেষে ডিউটি অফিসার এক কাছে জমাদিতে গিয়ে জানতে পারি আন্ধারসুরা বিলের বাঁধের পাশে একটি অজ্ঞাত মৃতদেহ পড়ে আছে এমন খবর এসেছে থানায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ যাচ্ছেন। সাথে সাথে আমিও ঘটনাস্থলে পৌছে বস্তাবন্দী অবস্থায় পড়ে থাকা মৃতদেহটি আমার বাবার বলে আমি সনাক্ত করি।

তিনি আরো বলেন, যেখানে বাবার মৃতদেহ পড়ে ছিল সেখান থেকে অন্তত ৫০ গজ দূরে তার পরনের লুঙ্গি, জুতা ও মানিব্যাগ পাওয়া গেলেও বাবার চার্জার ভ্যান ও মোবাইল ফোন পাওয়া যায়নি।

মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ জানান, রবিবার দিনগত রাত সারে ১০টারদিকে আন্ধারসুরা বিলের শিবনদের বাঁধের পাশ থেকে আজিজুল হক নামে একজন চার্জার ভ্যান চালক এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর তার মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখে চার্জার ভ্যান ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে।

ওসি (তদন্ত) আরো জানান, এঘটনায় জড়ীতদের আইন এর আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.