নওগাঁয় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, ১ জন আহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাস্থলে সিএনজি চালক সহ ৪ জন নিহত হয়েছে, এদূর্ঘটনায ১ জন আহত হয়েছেন। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে সোমবার ৫ জুন দুপুর দেরটার দিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে।

নিহতরা হলেন, সিএনজি চালক হলেন নওগাঁ জেলা সদর উপজেলার চকপাকুরিয়া গ্রামের মৃত গাজী সরদার এর ছেলে পাপ্প হোসেন (৫০) ও সিএনজি যাত্রী সিরাজগঞ্জ জেলা সদর উপজেলার সাটুকাবাড়ী গ্রামের আব্দুল জব্বার এর ছেলে তানভীর আহম্মেদ চৌধুরী (৩৯) ও সিরাজগঞ্জ জেলা সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের আব্দুস সালাম এর ছেলে নাজমুল ইসলাম (২২)। এছাড়া নিহত একজন আহত একজনের নাম-পরিচয় সংবাদ সংগ্রহকাল পাওয়া যায়নি।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে নওগাঁ থেকে রাজশাহী অভিমুখি একটি ট্রাকের সাথে মহাদেবপুর থেকে নওগাঁগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই সিএনজি চালক সহ ৪ জনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত একজন কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

সড়ক দূর্ঘটনার খবর পেয়ে স্থানিয় নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ও নওগাঁ থেকে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছার পরই মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দূর্ঘটনা স্থলে পোছান। পরবর্তীতে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘাতক ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি হেফাজতে নিয়েছে পুলিশ। দূর্ঘটনাস্থল থেকে নিহত ৪ জনের মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, এব্যাপারে আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.