নওগাঁয় ৬১ লাখ টাকা মূল্যের দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁর ধামুরহাট সীমান্ত এলাকা থেকে ৬১ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা-১৪ ব্যাটালিয়ন (বিজিবি)। পত্নীতলা বিজিবি কাম্প সুত্রে জানাযায়,  মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ব্যাটালিয়নের অধীনস্থ চকচন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৬৩/৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
সীমান্তবর্তী কৈগ্রাম, নাওয়াল আদিবাসী পাড়ায় পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে চকচন্ডি বিওপির সুবেদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল নওগাঁর ধামুরহাট উপজেলার পাতনা-চাঁনকুড়ি গ্রামের জাহিদুল ইসলাম হেলাল (৫৬) এর পুকুরে অভিযান পরিচালনা করে লুকিয়ে রাখা অবস্থায় ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবি আরো জানান, উদ্ধারকৃত একটি মূর্তির ওজন
৪৩ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩০ হাজার টাকা এবং অপরটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত দুটি মূর্তির সিজার লিস্ট মূল্য সর্বমোট ৬১ লাখ টাকা। বিজিবি আরো জানান, মূর্তি পাচারের সাথে কে বা কাহারা জড়িত রয়েছে তা অনুসন্ধানের কার্যক্রম চলমান রয়েছে। মূর্তি গুলো স্থানীয় স্বর্ণকারের নিকট পরীক্ষায় প্রাথমিক ভাবে কষ্টি পাথরের মূর্তি বলে জানা যায়।  বিজিবি আরো জানান, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি গুলো স্থানীয় প্রত্নতাত্তিক জাদুঘরের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.