নঠকোমারী ঈদগাঁও মোড়ে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লক্ষ টাকা

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার (২৪শে ডিসেম্বর) আনুমানিক রাত তিনটা টার দিকে স্থানীয় নঠকোমারী ঈদগাঁও চার রাস্তার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগের নেতা নূরনবী জানান, গভীর রাতে হঠাৎ করে আমাদের গ্রামের পাশে দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।

মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে রমজানের মুদির দোকানে মালামাল সহ টিভি ফ্রিজ মান্নানের কাপড়ের দোকান মালামাল আজমল কাঁচামাল দোকান একরামুল কাঁচামাল মিলনের হোটেলের মালামাল পুড়ে যায়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দৈনিক সময়ের আলোচিত বার্তাকে জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন ৩নং খানপুর ইউনিয়নে চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.