নড়াইলে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৯তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব-অনুষ্ঠান

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৯ তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব এ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৫ মার্চ) অনুষ্ঠানের শুরুতেই আয়োজক কমিটির পক্ষ হতে পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন এই অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করবো। পৃথিবীতে সব ধর্মে রয়েছে মানব ধর্ম। যদি আমরা মানুষের সেবা করি তবে সেটাই হবে প্রকৃত ধর্ম।
এ সময় মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; এ্যাড. সুবাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল ও সভাপতি, রামকৃষ্ণ মিশন; স্বামী কৃষ্ণনাথনন্দ মহারাজ, সম্পাদক, মাসিক উদ্বোধন, বাগবাজার, কলকাতা; ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহা, প্রাক্তন সুপারিনটেনডেন্ট, জেলা হাসপাতাল সহ জেলার অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.