না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডল

মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর ঃনা ফেরার দেশে চলে গেলেন নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি  প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডল(৮৫)।

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে  অসুস্থতায় নিজ বাসা রামচন্দ্রপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার সুনামধন্য  মহিষবাতান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং সেই সময় থেকেই সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে সমাজ সংস্কারের কাজ নিয়োজিত থেকে বেশ সুনাম করিয়েছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতা, বগুড়া থেকে প্রকাশিত দুর্জয় বাংলা পত্রিকায় মহাদেবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। জেলার সকল সাংবাদিকগণ এই প্রবীণ সাংবাদিক আবিদ আলী মন্ডলকে চাচা বলে ডাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি,দৈনিক মহাদেবপুর খবরের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আককাস আলী।

Leave a Reply

Your email address will not be published.