নাগরিক কমিটির নেতা আবুল কালামকে হারিয়ে চেয়ারম্যান হলেন জামাল উদ্দিন

শৈহ্লাচিং মারমা, বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতিক নিয়ে ৯ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন । তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবুল কালাম পেয়েছেন ৭ হাজার ৫১৬ ভোট।

বুধবার (৮ মে) রাতে আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহাসান এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে- ভাইস চেয়ারম্যান পদে ৯ হাজার ১৪৬ ভোট পেয়ে তালা প্রতীক প্রার্থী বহিস্কৃত উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: রিটন দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কফিল উদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৭ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদ্য বহিষ্কৃত উপজেলা মহিলাযুব দলের যুগ্ম আহবায়ক শিরিনা আক্তার ৮ হাজার ৮৬৮ ভোট পেয়ে প্রজাপতি প্রতিকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার পেয়েছেন ৭ হাজার ৮২৫ ভোট।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আহাসান উদ্দিন জানান, আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে দুজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলার চারটি ইউনিয়নের ২১ টি ভোট কেন্দ্রের মোট ৩২ হাজার ৮০৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১৭২১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩.১৫ শতাংশ।

 

Leave a Reply

Your email address will not be published.