নির্বাচন পরিচালনা কমিটি গঠন আওয়ামী লীগের

কালের সংবাদ ডেস্কঃ বৃহস্পতিবার রাতে গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের সভায় নির্দেশনা দেয়া হয় যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি আরও পাল্টাতে পারে বলে আভাস দেয়া হয়েছে নেতাকর্মীদের। এজন্য রাজপথে সতর্কতার সহিত এগোতে হবে। পাশাপাশি কূটনীতিকদের নিয়ে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের মন্তব্য না করারও নির্দেশনা দেয়া হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে-এমন বিষয় মাথায় রেখে দলীয় নেতাকর্মীদের কাজ করবার নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

সভায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা নিজেদের বাস পুড়িয়ে ইন্স্যুরেন্সের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছে বলেও মন্তব্য করেন সবায়। বিরোধীদের কর্মসূচি ঘিরে এখন যেসব বাস পোড়ানো হচ্ছে সেসব বাসের মালিকদের বিষয়ে খোঁজখবর নেয়া ও যারা আগুন দিচ্ছে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে রাখার কথা বলা হয়েছে। দলীয় নেতাদের ধারণা, যেসব বাস পোড়ানো হচ্ছে সেসব বাসের বেশির ভাগ মালিক বিএনপি-জামায়াতের।

নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাদের এখন থেকেই ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে দলীয় ঐক্যকে।

অন্যদিকে কেন্দ্রের নির্দেশনা ছাড়া নির্বাচনের আগে কোথাও কমিটি ভাঙা বা পুনর্গঠন না করার কথা বলা হয়েছে।

বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন। কমিটির চেয়ারম্যান হয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। সদস্য সচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। তবে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বিষয়টি দলীয় সভানেত্রীর ওপর ছেড়ে দিয়েছেন দলের নেতারা। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের মতো এবারো আওয়ামী লীগের নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে ১৪টি। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সদস্য। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধিরা এতে যুক্ত হবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.