পাবনার ঈশ্বরদীতে টিসিবি পণ্য বিতরণ নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। পাবনার ঈশ্বরদীতে টিসিবির পণ্য বিতরণ করতে গিয়ে ঈশ্বরদী উপজেলার বহরপুর গ্রামে দুটি পক্ষের মধ‍্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, প্রতিবারের মত ৮ ডিসেম্বর রবিবার দুপুরে টিসিবির মালামাল দিতে ট্রাক নিয়ে আসেন ডিলারের লোকজন। পরে কার্ডধারী ছাড়া কয়েকজন এসে অন্যায় ভাবে টিসিবির পণ্য নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সাথে তাদের বাক বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে আরও লোকজন এলে স্থানীয় সাবেক মেম্বার ওবায়দুল হক গ্রুপ ও এলাকাবাসির মধ‍্যে সংঘর্ষে বাধে।
স্থানীয়রা আরো জানান, টিসিবির পণ‍্য বিতরণ নিয়ে সংঘর্ষের এ ঘটনার পর মেম্বারের লোক দেশীয় অস্ত্র নিয়ে বহরপুর গ্রামে কয়েকটি বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মনিরুল ইসলাম জানান, টিসিবির পণ‍্য বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.