পাহাড়পুর পরিদর্শন করেন ওয়াশিংটন অ্যাকর্ডের ভেরিফিকেশন রিভিউ টিম

মোঃ এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন ওয়াশিংটন অ্যাকর্ডের ভেরিফিকেশন রিভিউ টিমের ৩ সদস্য। শনিবার বেলা ১টায় ইমপ্রেস অ্যাভিয়েশন লি. এর একটি হেলিকপ্টার যোগে তারা পাহাড়পুর আসেন। ভেরিফিকেশন রিভিউ টিমের ৩ সদস্য হলেন অধ্যাপক মেরি লেই উলফ, যুক্তরাষ্ট্র অধ্যাপক মার্ক জুয়োলিনস্কি, যুক্তরাজ্য অধ্যাপক মার্ক μিটেনডেন ডগলাস, অস্ট্রেলিয়া সহ বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের ০২ জন শিক্ষক অধ্যাপক ড. আ.ফ.ম. সাইফুল আমিন, অধ্যাপক ড. কাজী বায়েজিদ কবির গণ। পাহাড়পুর পরিদর্শনকালে উক্ত টিমের সদস্যগণ পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রাচীন অবকাঠামোর স্থাপত্যশৈলী পর্যবেক্ষণ করেন এবং পাহাড়পুর বৌদ্ধবিহার সংলগ্ন পাহাড়পুর জাদুঘরও পরিদর্শন করেন। বোর্ড অফ অ্যাμিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (বুয়েট) ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) হলো ওয়াশিংটন অ্যাকর্ডের (ডবিøউএ)এর অস্থায়ী সদস্য এবং পূর্ণ সদস্য হওয়ার জন্য আবেদনকারী। এটি বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ এর অগ্রাধিকার খাতগুলির মধ্যে একটি। আর বাংলাদেশ যদি ওয়াশিংটন অ্যাকর্ড (ডবিøউএ) এর পূর্ণ স্বাক্ষরকারী সদস্যের মর্যাদা পায়, তাহলে বাংলাদেশের প্রকৌশলীরা বিশ্ববাসী সমভাবে গ্রহণযোগ্যতা পাবে। উক্ত টিমের পর্যবেক্ষনের উপর ভিত্তি করে বাংলাদেশ পূর্ণ স্বাক্ষরকারী সদস্যপদ পেতে পারে। আর বাংলাদেশ ওয়াশিংটন অ্যাকর্ডের (ডবিøউএ) পূর্ণ সদস্যপদ পেলে বাংলাদেশের প্রকৌশলীরা প্রকৌশলী হিসেবে সরাসরি বিশে^র যেকোন দেশে কাজ করতে পারবে এবং বাংলাদেশের প্রকৌশল শিক্ষাখাত উচ্চপর্যায়ে যাবে। পরিদর্শন শেষে পর্যবেক্ষকদল বেলা ২.৪৫ ঘটিকার সময় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ত্যাগ করেন।

উক্ত টিমের পরিদর্শনকালে ট্যুরিস্ট পুলিশ, নওগাঁ জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) কিরণ কুমার রায় এর নেতৃত্তে¡ ট্যুরিস্ট পুলিশ, নওগাঁ জোনের সদস্যবৃন্দ সার্বিক নিরাপত্তা এবং তথ্য সেবা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.