প্রধান শিক্ষক লোটন দাশ কে স্বপদে পুনর্বহাল করার নির্দেশ

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) : চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানাধীন আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোটন দাশ কে স্বপদে পুনর্বহালসহ বিধি মোতাবেক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কে এ নির্দেশনা প্রদান করা হয়। বৃহস্পতিবার ২৬/১২/২০২৪ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উল্লেখিত প্রধান শিক্ষকের বরখাস্তের আবেদনের বিষয়টি নিষ্পত্তি হয়নি। তাই শিক্ষা মন্ত্রণালয়ের ০৮/০৮/২০২৪ ইং তারিখের  ৩৭.০০.০০০০.০৭২.২২.০০১.২৩.১৭৩ সংখ্যক পরিপত্র অনুযায়ী তাঁকে পুনর্বহাল করার নির্দেশনা প্রদান করা হয়।
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের ০৮/০৮/২০২৪ ইং তারিখের  পরিপত্রে অনুযায়ী, “স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ১৮০ (একশত আশি) কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। অন্যথায় ১৮০ (একশত আশি) কার্যদিবস শেষে উক্ত শিক্ষক- কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে স্বীয় পদে পুনর্বহাল হয়ে বিধি মোতাবেক পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।” সাময়িক বরখাস্তের তারিখ/বিভাগীয় কার্যক্রম শুরুর তারিখ হতে এ সময় গণনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.