মোঃ নয়ন মিয়া, বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ির কাছের পুকুরের পানিতে ডুবে আলিফ বাবু (১৫) নামে ৮ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুর ২টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আলিফ এলাকার জয়নগর স্কুলে ৮ম শ্রেণিতে পড়ে।আলিফ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে একমাত্র ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির, প্রতিবেশী ছাত্র অভি,মকছেদ আলী জানান , মঙ্গলবার (১৬ এপ্রিল) আলিফ বাবু দুপুরের দিকে বাড়ি না আসলে পরিবারের লোকজনন চিন্তিত হয়ে পড়েন। কিছু পর কয়েকজন ছোট ছেলে আলিফ বাবুর বাড়ির লোকজনদের খবর দেয় আলিফ বাবু পুকুরে ডুবে গেছে। স্বজনরা সাথে সাথে বাড়ির ২০০ গজ দূরে পুকুরে নেমে কোনো হদিস না পেলে পুকুরের পানিতে জাল ফেলে খুঁজতে থাকে। এক সময় জালে আটকে আলিফ বাবুকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাচা মোস্তাকিম বলেন, আলিফ প্রতিদিনের মতো আজকেও বাড়ি থেকে বের হয়।কিন্তু এভাবে বড়ধরনের দুঃসংবাদ আসবে ,তা কে জানতো! আলিফরা ১ভাই, ১বোন।আলিফ বোনের থেকে ছোট।বোনের বিয়ে হয়ে গেছে। আলিফ এলাকার জয়নগর স্কুলে ৮ম শ্রেণিতে পড়ে।দুপুরে তাকে খুঁজতে খুঁজতে এক সময় পুকুরে জাল ফেলে তাকে পাওয়া যায়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বায়লা টাইমসকে বলেন,মরদেহ সুরতহাল শেষে কারো কেনো অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।