বগুড়া এরুলিয়ায় যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলায় আশিক নামের এক যুবককে কুপিয়ে বাম হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা।

সোমবার রাত ১০টার সময় উপজেলা এরুলিয়া বানদিঘী মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি ওই এলাকার তোজাম্মেল হক তোতা মিয়ার ছেলে আশিক সরকার (৩৮)।

আহত ব্যক্তির বড় ভাই লালন সরকার জানান, শত্রুতা করে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে। তাকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা বাড়ির রাস্তার সামনে ওত পেতে ছিল। মোটর সাইকেলের উপর প্রথমে তার বাম হাতে কোপ দিয়ে কব্জি বিচ্ছিন্ন করে আশিক দৌড়ে যাবার সময় তার দুই পায়ে কোপ দিয়ে গোড়ালি বিছিন্ন করে দেয় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এবং এ ঘটনার মূল হোতা এরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার।

আহত ব্যক্তি আশিক সরকার জানান, সন্ত্রাসীরা আলম মেম্বারের বাসার সামনে হত্যার পরিকল্পনা করছে। আমাকে গোপন সংবাদ দেন স্থানীয় এক ব্যক্তি।

আহত ব্যক্তি আরো বলেন, এ ঘটনায় জরিত এরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার (আলম) ।এবং হামলাকারীরা হলো জনাব আলি মন্ডলের ছেলে স্থানীয় সন্ত্রাস (ফিজু), আলম মেম্বারের ছেলে (সরিফ) এবং পিন্টুর ছেলে (অনিক) সহ ৬ থেকে ৭ জন চিহ্নিত সন্ত্রাসীরা।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার (তদন্ত) ইন্সপেক্টর শাহিনুজ্জামান।

পুলিশ ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, আশিক সরকারকে পূর্ব শত্রুতার জেরে কয়েকজন দুর্বৃত্তরা হামলা করেছে। হামলায় তার বাম হাতের কব্জি এবং দুই পায়ের গোড়ালি বিছিন্ন করা হয়েছে।

এ ঘটনার পরপরই গুরুত্বর অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (আই.সি.ইউ) এ পাঠানো হয়। সেখানে দ্রুত তার রক্ত ক্ষরণ বন্ধ করা হয়।পরে মেডিকেল থেকে রাত ১১.৫০ মিনিটে তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এর উদ্দেশ্যে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। আহত ব্যক্তি পুলিশের কাছে ৪ জনের নাম উল্লেখ করেছেন। হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ও অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় কোনো মামলা করা হয়নি।

আহত ব্যক্তির বড় ভাই লালন সরকার জানান, মঙ্গলবার সকালে সদর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published.