বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে থাকা আইনজীবী সহকারির হাসপাতালে মৃত্যু

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার আসামি আইনজীবী সহকারি হাবিবুর রহমান হাবিব (৪৮) হাসপাতালে নেওয়ার পর মারা যান।নিহত হাবিবুর রহমানের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে।

মঙ্গলবার(৩ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে মৃত্যুর হয়। নিহত হাবিবুর বগুড়ার শাহজাহানপুরে খুকি বেগম হত্যা মামলার আসামি।

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া আদালতের সামনে থেকে হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয় ।ডিবি কার্যালয়ে খুকি বেগম হত্যাকাণ্ডের বিষয়ে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।এ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন চিকিৎসকগণ।

নিহত হাবিবুর রহমানের পরিবারের সদস্যদের দাবি,তাকে জজ কোর্টের সামনে থেকে মাইক্রোবাসে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। এরপর তার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শফিক আমিন কাজল জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে হাবিবুর রহমানকে হাসপাতালে আনা হয়। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. কাজল আরো বলেন, হাবিবুর রহমানের শরীরের কোথাও নির্যাতন করার চিহ্ন পাওয়া যায়নি, হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি রাত পৌনে ৯টার দিকে মারা যান বলে মতামত দিয়েছেন চিকিৎসকগণ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ স্নিগ্ধ আক্তার বলেন, হাবিবুর রহমানের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.