বগুড়ায় মর্জিনা হত্যা মামলার আসামি গ্রেফতার। র‍্যাব-১২

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ারঃ বগুড়া ধনুটে নিখোঁজের ২৩ দিন পর মায়ের ঘরের মেঝে থেকে মর্জিনা নামের এক স্বামী বিচ্ছিন্ন নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) বেলা ৩টায়
ধনুট উপজেলার চান্দারপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী (ওসি) জানান, স্বামীবিচ্ছিন্ন মর্জিনা তার মা এবং ভাই রাব্বি ও ভাবি নুপুরের সাথে থাকতেন। অভাব অনটনের সংসারে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তিন মাস আগেও তারা মর্জিনাকে মারধর করেন। গত ৩০ জুন মর্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং রওশনারার ঘরে মেঝেতে লাশটি পুঁতে রাখা হয়। পরে রওশনারা,রাব্বি ও নুপুর বাড়ি তালা দিয়ে পালিয়ে যায়।

এই ক্লুলেস হত্যার বিষয়ে বাদী হয়ে ধনুট পৌরসভার মেয়র থানায় একটি মামলা দায়ের করেন। এবং র‍্যাব সদস্যরা এই ক্লোলেস হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করেন।

হত্যাকারীরা হলেন মর্জিনার মা,ভাই ও ভাবি।
প্রথমে মর্জিনার মাকে আটক করা হলেও তার ভাই এবং ভাবিকে আটক করা সম্ভব হয়নি ।পরে র‍্যাব তাদেরকে গ্রেফতার করেন সাভারের আশুলিয়া থেকে।

মর্জিনার ভাবি নুপুর বলেন ,আর্থিক লেনদেন এবং পারিবারিক জেরে তাকে হত্যা করা হয়। তাকে গলা টিপে হত্যা করে মায়ের ঘরের মেঝেতে তার লাশটি পুতে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published.