বগুড়ায় মাসব্যাপী অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করছে জনগণের সহযোগিতা ফাউন্ডেশন

বগুড়া জেলা প্রতিনিধি সিফাত আল বখতিয়ার : দ্বিতীয় বারের মতো পবিত্র মাহে রমজানে অসহায়, দুস্থ-কর্মহীন ভাসমান রোজাদার মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করছে “জনগণের সহযোগিতা ফাউন্ডেশন বগুড়া” নামের একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে কয়েকজন তরুণ।

বর্তমানে রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিদিন দুই শতাধিক রোজাদার মানুষ এ ইফতারে অংশ নেন। রমজানের শুরু থেকে মাসব্যাপী সংগঠনটি ৫০ জনকে সেহেরী ও ২৫০ জনের অধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন।

শনিবার ১২ই রমজান বিকেলে বগুড়া শহরের কালিতলা হাট এলাকায় সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়। এদিন ইফতার বিতরণ কার্যক্রমের সঙ্গে যুক্ত হন বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিল শাহ্ মো:মেহেদী হাসান হিমু।

এই সংগঠনের উদ্যোক্তারা হলেন, আদর রহমান, ফরহাদ নূর রিমন, আবু জাহিদ সিদ্দিক, সজল, সাব্বির হোসেন , জাহিদ হাসান জনি, আপেল, সোহাগ, মাহবুব রহমান বাবলা, সাকিব শেখ সানা, হিমেল, আরাফ সরকার, অরিক রেজা , মুন প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, আমরা যেন প্রতি বছর এই কার্যক্রম করতে পারি এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি ভবিষ্যতে আরও বড় কিছু করার ইচ্ছা আছে।

Leave a Reply

Your email address will not be published.