বগুড়ায় ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য আব্দুল সামাদ

বগুড়া জেলা প্রতিনিধি সিফাত আল বখতিয়ার : চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ উত্তীর্ণ হয়েছেন বগুড়ায় কর্মরত ট্রাফিক পুলিশ কনস্টেবল আব্দুল সামাদ (৫৭)। অষ্টম শ্রেণী পাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ৩৭ বছর আগে পুলিশ বিভাগে যোগদান করেন।

তিনি নাটোরের লালপুর মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগর ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এ অর্জন করেন। রবিবার ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

আব্দুস সামাদ রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা ।তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। বড় ছেলে ঢাকায় রয়েছে মেয়েটির বিবিএ অধ্যয়নরত অবস্থায় বিয়ে হয় আর ছোট ছেলে ইলেকট্রনিক ডিপার্টমেন্ট নিয়ে ডিপ্লোমা করছেন।

পুলিশ সদস্য আব্দুস সামাদের এসএসসি পাশের বিষয়টি তার কর্মস্থলের সবাই জেনেছেন এজন্য সবাই তাকে সাধুবাদু দিচ্ছেন।

আব্দুস সামাদ বলেন, গত দুই মাস হল বগুড়ায় কর্মস্থলে যোগদান করেন। এর আগে পাবনার ঈশ্বরদী ট্রাফিক বিভাগে ছিলেন সেখানে থাকা অবস্থায় ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ার সুবাদে নাটোর লালপুর ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন ।তবে পরীক্ষার রেজাল্টের আগে বগুড়ার বদলি হয়েছি।

বগুড়া সদর ট্রাফিক পুলিশ (ইনচার্জ পরিদর্শক) মাহবুবুল ইসলাম খান বলেন, চাকরি জীবনের শেষ বয়সে এসে এসএসসি পাস করা খুব আনন্দের বিষয়। শিক্ষার প্রতি তার আগ্রহ এবং অনুরাগ রয়ে গেছে। আমরা এ বিষয়টি সাধুবাদ জানাই। যখন তিনি পুলিশে ভর্তি হয়েছিলেন অষ্টম শ্রেণী পাস করেই যোগদান করা যেত। তিনিও ঠিক সেটাই করেন। পরবর্তীতে হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে সুযোগ-সুবিধার অভাবে ক্রমাগত করতে পারেননি। শেষ বয়সে এসে এসএসসি পাস করা এটা ছোট বড় সবার জন্য অনুকরণীয় হতে পারে। সবাই উপলব্ধি করুক যে শিক্ষা গ্রহণের বয়স নেই।

Leave a Reply

Your email address will not be published.