বড়াইগ্রামে পৌর মেয়রের নামে অপবাদের অভিযোগ

আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম, (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপবাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর কাউন্সিলরগণ। সোমবার দুপুরে পৌর মিলানায়তনে সকল ওয়ার্ড কাউন্সিলরের ব্যানারে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

প্যানেল মেয়র শরীফুন্নেছা শিরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোস্তাফিজুর রহমন মাসুদ, আলম হোসেন, আছিয়া বেগম, রাজিয়া বেগমসহ ১১জন কাউন্সিলর।
কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন লিখিক বক্তব্যে বলেন, পৌরসভার কাউন্সিলর ঈমান আলীকে পৌর মেয়র লাঞ্চিত করেছে এমন অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এটি মিথ্যা ও অপবাদমূলক সংবাদ।

তিনি বলেন, পৌর মেয়রের মর্যাদা ক্ষুন্ন করার জন্য একটি স্বার্থন্নেসী মহল এই করেছে। কাউন্সিলর ঈমান আলী আওয়ামীলীগের কর্মী নন। তিনি বিএনপি অঙ্গ সংগঠন জাসাসের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক।
মোস্তাফিজুর রহমান বলেন, ঈমান আলী বিএনপি‍‍র সুপরিচিত কর্মী পৌর এলাকার সবাই জানেন। তিনি নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবী করে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে মেয়রের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট দিয়েছেন।

কাউন্সিলর দুলাল হোসেন বলেন, স্থানীয় এমপি‍‍কে খুশী করতে কাউন্সিলর ঈমান আলী এই ঘৃন্য পথ বেছে নিয়েছেন। আমরা সকল কাউন্সিলরগণ এর প্রতিবাদ করছি।

কাউন্সিলর ঈমান আলী বলেন, আমাকে যে কমিটির সাধারণ সম্পাদক বলে দাবী করা হচ্ছে তা আমি জানি না। তফশীল ঘোষনার পর থেকে নৌকা প্রতিকের পক্ষে কাজ করেছি। আমার সাথে যা ঘটে ছিল তার অনেক সাক্ষী রয়েছে।

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, আমার পৌর পরিষদে ঈমান আলী একজন সদস্য। আমার বিপক্ষে যে অপপ্রচার চালিয়েছে তাতে আমি ক্ষুদ্ধ নই তবে মানসিকভাবে আহত হয়েছি। আশা করি তিনি ভুল বুঝতে পারবেন।**

Leave a Reply

Your email address will not be published.