বদলগাছী পহেলা বৈশাখ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনওকে জেলা প্রশাসকের চিঠি

মো এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান এর লিখিত অবিযোগে আগামী পহেলা বৈশাখ থেকে হাট বাজারগুলোতে গো- ছাগলসহ কৃষি পূন্য বেচা কেনায় অতিরিক্ত টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনওকে নওগাঁ জেলা প্রশাসক চিঠি দিয়েছেন। গত ৩ মার্চ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) সহকারী পরিচালক মো: শামীম রেজা সজীব স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেন। অভিযোগে বলা হয় বছরের পর বছর অতিরিক্ত টোল আদায়ের মহোৎসব চলছে।কৃষকের কাছ থেকে অতিরিক্ত ওজন ৪২/৪৩ কেজিতে এক মন ধরা আবার ৫ঠাকা, ৬টাকা, ৮টাকার স্থলে অতিরিক্ত ২০টাকা, ৩০টাকা, আবার কখনো ৪০ টাকা জোড় পূর্বক টোল আদায করা হয় কৃষকের কাজ থেকে। ছাগল ও গরুর ক্ষেত্রে আনলিমিটেড টোল আদায় করা হয়। অতিরিক্ত টোল আদায় বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন প্রতিকার মিলে না কৃষকদের কপালে। উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান প্রথম দিকে সরকারি নীতিমালার বাহিরে অতিরিক্ত টোল বন্ধে হাটে হাটে মাইকিং করে ব্যর্থ হন। আগামী ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দের জন্য হাট বাজার ইজারা দেওয়া হয়েছে। আর মাত্র ২ সপ্তাহ পর ইজারাদার নতুন বছরেন টোল আদায় শুরু করবে।

নতুন বছরে সরকারি নীতিমালার বাহিরে অতিরিক্ত ওজন বা টোল যেন বন্ধ করা হয় এ নিয়ে উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান গত ৪ ফেব্রæয়ারী নওগাঁ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান বলেন আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি কৃষকেরা এর সুফল পাবে।

Leave a Reply

Your email address will not be published.