বদলগাছীতে দীর্ঘ ১ যুগ পর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিয়াম সিদ্দিকী বিশেষ প্রতিনিধি বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৮ মার্চ, বিকাল ৫টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বদলগাছী শাখার উদ্যোগে বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলে দীর্ঘ এক যুগ পর ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বদলগাছী সদর ইউনিয়নের সভাপতি আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নওগাঁ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাগর হোসেন, শিক্ষা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বদলগাছী উপজেলা এবং রাসেল আহমেদ সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বদলগাছী উপজেলা।

ইফতার মাহফিলটির সার্বিক দায়িত্বে ছিলেন জোবায়ের আল মাহমুদ সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদলগাছী উপজেলা এবং দোয়া পরিচালনা করেন মাওলানা ইয়াসিন আলী আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, বদলগাছী উপজেলা।

উক্ত মাহফিলে প্রধান অতিথি ছাত্র ভাইদের প্রকৃত মুসলমান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং একটি উপমা দিয়ে বোঝান যে, ছাত্রসমাজ যদি সঠিক পথে অগ্রসর না হয় দেশও বিপথে যাবে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ব‍্যর্থ হবে।তিনি আরও বলেন যে, ছাত্ররা যদি ইসলামী অনুশাসন সমগ্রভাবে মানে তাহলে তারা,তাদের পরিবার এবং সমস্ত বাঙালি মুসলিম সম্প্রদায়ের মানুষ এক-একটা জান্নাতি মানুষে পরিণত হবে।

অন‍্যান‍্য অতিথিরা বদরের যুদ্ধ ও তার তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং বদরের যুদ্ধের অভূতপূর্ব বিজয়ের সাথে জুলাই-ছাত্র আন্দোলনের তুলনা করেন।
তাঁরা আরো বলেন যে, দেশের অরাজকতা পরিস্থিতি এবং ঘর্ষণের মতো জঘন্য অপরাধ এড়াতে কোরআন শিক্ষা, কোরআনের বাণী বোঝা এবং ইসলাম সঠিকভাবে পালন অতি আবশ্যক।
দীর্ঘ কয়েক বছর ফ‍্যাসিস্ট হাসিনা সরকারের তোপের মুখে পড়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে অপারগ হবার দুঃখ প্রকাশ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *