বদলগাছীতে ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরন

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 
নওগাঁর বদলগাছীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ধান কাটা-মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
 এই উপলক্ষে মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছী এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৮ নওগাঁ-৩- (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। উপজেলা নির্বাহী অফিসার অ:দা: মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবার ফারহান।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আবু খালেদ বুলু, বদলগাছি থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বদলগাছী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন মণ্ডল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাজু আহমেদ শ্যামল প্রমুখ ।
শেষে সদর ইউনিয়নের পূর্বখাপুর গ্রামের ছামিউল আলম, আধাইপুর ইউনিয়নের মুক্তিনগর গ্রামের গৌর চন্দ্র বর্মনের হাতে ধান কাটা মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.