বদলগাছীতে সার কিটনাশকের বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে ইউএনও এবং কৃষি কর্মকর্তার তদারকি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:  বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এবং উপজেলা নির্বাহি অফিসার মাহবুব হাসান বিভিন্ন সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেছেন। রোববার

(১লা ডিসেম্বর) বৈকালে কোলা ইউনিয়ন, বিলাশবাড়ী ইউনিয়ন ও আধাইপুর ইউনিয়নে বিভিন্ন সারের দোকান তদারকি করেন। এসময় কোলা ইউপির ভাণ্ডারপুর বাজারে মেসার্স জননী ট্রেডার্স, জিতেন্দ্রনাথ ট্রেডার্স, কোলা বাজারে সোলেয়মান ট্রেডার্স, আধাইপুর ইউপির তালুকদার ট্রেডার্স, সহ বিভিন্ন সার,বীজ ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন।

কীটনাশক,সার ও বীজের দোকানে কোন প্রকার ভেজাল কৃষিপণ্য বিক্রি এবং মালামাল ক্রয়-বিক্রয়ে সমস্যা ও অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে এই পরিদর্শন করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জহির রায়হান, কোলা ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, নাজমুল,আধাইপুর ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন, প্রমূখ।

এছাড়াও পরিদর্শনকালে সরকারি নির্ধারিত মূল্যে সারের মূল্য তালিকা টাঙানো, বীজ ও কীটনাশকের মেয়াদের ব্যাপারে দোকানিদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে ব্যবসা না করতে পারে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.