বরগুনা-১ এ জয়-পরাজয়ের ট্রাম কার্ড নতুন ভোটার

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে বরগুনা-১ (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আসনের ৭৯ হাজার ৫০৯ তরুণ ভোটারই হতে পারে জয়-পরাজয়ের ট্রামকার্ড। এরা যাকে ভোট দিবে তিনিই হবেন এ আসনের সাংসদ। এ কারনেই তরুণ ভোটাররাই প্রার্থীদের কাছে অধিক প্রিয়।

 

জানাগেছে,দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে বরগুনা-১ আসনে মোট চার লক্ষ ৮৩ হাজার ৯১১ জন ভোটার রয়েছে।এরমধ্যে ৭৯ হাজার ৫০৯ জন তরুণ ভোটার। এ তরুণ ভোটাররাই ৭ জানুয়ারীর ভোটের জয় পরাজয়ের নিয়ামক। তরুণ ভোটাররা যে প্রার্থীকে ভোট দিবে তিনিই হবেন বরগুনা-১ এর সাংসদ। তাই প্রার্থীরাও তরুণ ভোটারদের টানতে জোর প্রচেষ্টা চালিয়েছেন।তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,তরুণ ভোটাররা যে কোন প্রার্থীর দিকে ঝুঁকে পরতে পারে।এদের সাথে আলোচনা করে বোঝা যায় স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হলে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। বরগুনা-১ আসনে মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামীলীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু,জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান ও সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান।

 

এবারের ভোট নিয়ে কথা হলে তরুণ ভোটার কবির, সুজন,রোজিনা, শিলা,রাসেল,ফয়সাল ও রুবেল জানান,জীবনের প্রথম জাতীয় সংসদ নিবার্চনে ভোট দেব।তাই সবকিছু বুঝে শুনেই দেব।যাকে দিয়ে এলাকার উন্নয়ন,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে তাকেই জীবনের প্রথম ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.