বরেন্দ্র অঞ্চলে সমলয় পদ্ধতিতে বোরো চাষে সাড়া পড়েছে

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : বরেন্দ্র অঞ্চলে সমলয় পদ্ধতিতে বোরো চাষে সাড়া পড়েছে। ইরি-বোরো মৌসুমের সময় প্রচণ্ড শীত ও কুয়াশায় শ্রমিক সংকট দেখা দেয়ায় সময়মতো জমিতে রোপণ করতে পারতেন না কৃষক। এসেছে কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। ফলে সমলয় পদ্ধতিতে ইরি-বোরো রোপণ শুরু হওয়ায় খুশি কৃষকরা।
সরকারি প্রণোদনায় হচ্ছে এবার সমলয় পদ্ধতিতে ধানের আবাদ। জনপ্রিয় এই পদ্ধতির কারণে শ্রম, সময় ও খরচ কম লাগছে। আর এই যন্ত্রের ব্যবহার করে হেক্টর প্রতি ৭৫ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন কৃষকরা।
আধুনিক পদ্ধতিতে প্লাস্টিকের ট্রেতে লাগানো হয়েছে ধানের বীজ। তৈরি হয়েছে বীজতলা। শিশির থেকে চারা রক্ষায় বীজতলায় দেওয়া হয়েছে পলি সেট। সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চলছে চারা রোপণ। সমলয় নামে এই পদ্ধতিতে সরকারি কৃষি প্রণোদনার আওতায় জেলার মহাদেবপুর, ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় ১৫০ একর জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। ধান কাটা ও মাড়াইও হবে মেশিনে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রকল্প থেকে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে তিন উপজেলায়। এতে
চলতি মৌসুমে এ তিন উপজেলায় ১৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ হওয়ায় কৃষকদের সাশ্রয় হবে অন্তত ৫০ লাখ টাকা। চলতি বছর জেলায় ১ লাখ ৯২ হাজার ৯২০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *